সর্বশেষ

মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা করে পুলিশে দিল ছাত্রদল

শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা করে পুলিশে দিল ছাত্রদল


শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা করে পুলিশে দিল ছাত্রদল
ঢাকা | নিজস্ব প্রতিবেদক :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী ও জবি শিক্ষার্থী মাহিমা আক্তারকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, মাহিমা আক্তার তার পরিচয় স্পষ্টভাবে প্রদান করার পরও ছাত্রদল নেতাকর্মীরা তাকে পুলিশে তুলে দেয়। এ সময় প্রকাশ্যে তাকে জোরপূর্বক হিজাব ও নিকাব খুলতে বাধ্য করার অপতৎপরতা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ছাত্রশিবিরের এক নেতা জানান, “এটি একটি পরিকল্পিত ও ন্যাক্কারজনক ঘটনা। পরিচয় দেওয়ার পরও একজন নারী শিক্ষার্থীকে হেনস্তা করা এবং তার ধর্মীয় পোশাক খুলতে বাধ্য করার চেষ্টা চরম মানবাধিকার লঙ্ঘন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ছাত্ররাজনীতিকে ইতিবাচক ধারায় ফেরাতে ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু ছাত্রদল এখনো ফ্যাসিবাদী আচরণ থেকে বের হতে পারেনি।”
তিনি আরও জানান, আওয়ামী ফ্যাসিবাদ-পরবর্তী সময়েও এমন নিকৃষ্ট ঘটনার পুনরাবৃত্তি অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীরা অতীতের মতো এবারও এ ধরনের দমন-পীড়ন ও অপসংস্কৃতির বিরুদ্ধে ন্যায়সঙ্গত রায় দেবে—ইনশাআল্লাহ।

রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, হত্যা করা হয় ঘুমন্ত শিশু আইসে কে!

দরজায় তালা লাগিয়ে’ বিএনপি নেতার ঘরে আগুন, হত্যা করা হয় ঘুমন্ত শিশু আইসে কে!



ছবি : সংগৃহীত

 লক্ষ্মীপুরে বেলাল চৌধুরী নামে এক বিএনপি নেতার বসতঘরের দরজায় ‘তালা লাগিয়ে’ পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরে থাকা বেলালের ঘুমন্ত শিশুসন্তান আয়েশা আক্তার সানজু (৮) পুড়ে মারা গেছে। দগ্ধ হয় ঘুমন্ত আরও দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী (১৪)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

বেলাল ওই এলাকার মৃত নরুল ইসলামের ছেলে এবং কীটনাশক ব্যবসায়ী। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। 

বেলালের মা হাজেরা বেগম বলেন, ‘আমি রাতে শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে জানালা দিয়ে দেখি আমার ছেলের টিনসেট ঘরে আগুন জ্বলছে। আমি দ্রুত বেরিয়ে আসি। ঘরের দুই দরজাতে তালা ছিল, তাই ঢুকতে পারিনি। আমার ছেলে দরজা ভেঙে বেরিয়ে আসে। ছেলের স্ত্রী নাজমা দুই হাতে করে চার মাস বয়সী আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে নিয়ে বেরিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘ঘরের একটি কক্ষে আমার নাতনি সালমা, সামিয়া ও সানজু ঘুমিয়ে ছিল। তাদের মধ্যে দুজনকে অগ্নিদগ্ধ অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু ছোট মেয়ে সানজু ঘরের মধ্যেই পুড়ে মারা গেছে।’ তার ছেলে বেলালও আহত হয়েছে বলে জানান তিনি৷

তিনি দাবি করেন, দুর্বৃত্তরা টিনসেট ঘরের দুটি দরজায় তালা দিয়ে পেট্রলের সাহায্যে আগুন ধরিয়ে দেয়। তবে ঘটনাটি কারা কেন করেছে তা তিনি জানাতে পারেননি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। আরও তিন জন অগ্নিদগ্ধ হয়েছে। আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিতভাবে নাশকতা কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

শনিবার, ৫ জুলাই, ২০২৫

"মুহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য" 🖋️এস আর এম রুহুল আমিন

"মুহররম মাসের গুরুত্ব ও তাৎপর্য" 🖋️এস আর এম রুহুল আমিন



 

হিজরি নববর্ষের প্রথম মাস মহররম মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইসলামী শরিয়তে এই মাসকে বিশেষভাবে সম্মানিত ও বরকতময় মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। 

আল্লাহ তাআলা কুরআনুল কারিমে সূরা তাওবার ৩৬ নং আয়াতে ৪ টি মাসকে হারাম ঘোষণা করেছেন। যেমন জিলকদ, জিলহজ,মুহররম ও রজব।

  আল্লাহ তাআলার বাণী اِنَّ عِدَّۃَ الشُّهُوۡرِ عِنۡدَ اللّٰهِ اثۡنَا عَشَرَ شَهۡرًا فِیۡ كِتٰبِ اللّٰهِ یَوۡمَ خَلَقَ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ مِنۡهَاۤ اَرۡبَعَۃٌ حُرُمٌ ؕ ذٰلِكَ الدِّیۡنُ الۡقَیِّمُ ۬ۙ فَلَا تَظۡلِمُوۡا فِیۡهِنَّ اَنۡفُسَكُمۡ وَ قَاتِلُوا الۡمُشۡرِكِیۡنَ كَآفَّۃً كَمَا یُقَاتِلُوۡنَكُمۡ كَآفَّۃً ؕ وَ اعۡلَمُوۡۤا اَنَّ اللّٰهَ مَعَ الۡمُتَّقِیۡنَ

৩৬. নিশ্চয় আসমানসমূহ ও যমীনের সৃষ্টির দিন থেকেই(১) আল্লাহ্র বিধানে(২) আল্লাহর কাছে গণনায় মাস বারটি(৩), তার মধ্যে চারটি নিষিদ্ধ মাস(৪), এটাই প্রতিষ্ঠিত দ্বীন।(৫)। কাজেই এর মধ্যে তোমর নিজেদের প্রতি যুলুম করো না এবং তোমরা মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ কর, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করে থাকে। আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন।

 মহররম মাস শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং এটি ইবাদত, তওবা এবং ক্ষমা প্রার্থনার এক সুবর্ণ সুযোগ। এখানে আমরা মুহরর মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরব ইনশাআল্লাহ । 

 মুহররম (المحرم) অর্থ : সম্মানিত। হাদীসে এ মাসকে شكر الله المحرم বা আল্লাহর মাস নামকরণ করা হয়েছে। স্বাভাবিক ভাবেই এ মাসে যুদ্ধ-বিগ্রহ, পাপাচার, বিপর্যয় হারাম। 

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ এ মাসের মাহাত্ম্য, মহিমা , ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন:- افضل الصيام بعد رمضان شهر الله المحرم ،و أفضل الصلاة بعد افريضة الليل

রমজান মাসের পর শ্রেষ্ঠ সিয়াম মুহররমের সিয়াম , আর ফজজ সালাতের পর শ্রেষ্ঠ সালাত হলো রাতের (তাহাজ্জুদ) সালাত।

অন্য হাদীসে এসেছে 

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম‌ মদিনায় আগমন করে দেখলেন যে, ইহুদিরা মুহররমের ১০ তারিখ রোজা রাখছে , রাসুল সা জিজ্ঞেস করলেন, তোমরা এ দিনে সিয়াম রাখচ কেন? তারা বলল এদিনে আল্লাহ মুসাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন।
তখন রাসুল সা বলেন আমরা মুসা আঃ এর ব্যাপারে তোমাদের থেকে বেশি হকদার।

সুতরাং তিনি সাহাবিদের কে দুই দিন রোজা পালনের আদেশ করলেন।

রাসূল (সঃ) বলেছেন,যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আমি আশা করছি আল্লাহ তার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দিবেন ।

মুহররমের আরো কিছু মাহাত্ম্য আছে -
 বিশেষত কারবালার ঘটনার পরিপ্রেক্ষিতে মহররম মাস আরও বেশি স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়।

১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে অন্যায়-অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদতের অমিয় সুধা পান করেন হজরত হোসাইন (রা.)। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম তাৎপর্যমণ্ডিত একটি মাস। মুসলিম ইতিহাসে এ মাসটি বিভিন্ন কারণে মর্যাদায় অধিষ্ঠিত।

মহররম মাসে করনীয়:-
হাদিস গ্রন্থগুলোতে আশুরা ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। বিশেষ করে;
[ ] আশুরার ২ দিন‌ রোজা রাখা (৯ ও ১০ তারিখ বা ১০ ও ১১ ই মুহররম)
[ ] তাওবা প্রতি গুরুত্বারোপ ।
[ ] সায়্যিদুল ইস্তিগফার ।
[ ] গর্হিত কাজ পরিহার করা।
[ ] বেশি বেশি দরুদ পাঠ করা।
আশুরার দিন বর্জনীয়- 

[ ] তাজিয়া মিছিল।
[ ] হায় হোসেন বলে মাতম করা ।
[ ] আশুরাকে কেন্দ্র করে আলাদা শোক প্রকাশ করা ইত্যাদী।
[ ] চোখের সুরমা লাগানো।

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

 ২০২৫ সেশনের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে।  কেন্দ্রীয় সভাপতি : জাহিদুল ইসলাম  সেক্রেটারি জেনারেল : নুরুল ইসলাম

২০২৫ সেশনের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সভাপতি : জাহিদুল ইসলাম সেক্রেটারি জেনারেল : নুরুল ইসলাম



২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম। এ ছাড়া সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।


রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩ টায় ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সমাপনী সেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। এরপর নির্বাচিতদের কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার।

এর আগে, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।


নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন।

নবমনোনীত সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সর্বশেষ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি দায়িত্ব পালন করেছেন।


নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসানের পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে হচ্ছে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্য পর্যায়ের অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের জনশক্তিরা সরাসরি অংশ নিয়েছেন।


বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

   ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কিশমত পলাশবাড়ী (চৌরঙ্গী) থেকে কালির হাট রাস্তার ৮৫০মি: চেইনেজে তীরনই নদীর উপর ১২০মি: আরসিসি ব্রীজ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।   এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে  শূরার সদস্য ও ঠাকুরগাঁও জেলার আমীর(সাবেক)  বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা আব্দুল হাকিম,ঠাকুরগাঁও জেলার এডিসি মহোদয়,অতিরিক্ত্য পুলিশ সুপার মহোদয়,বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা,বালিয়াডাঙ্গী উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম সহ এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কিশমত পলাশবাড়ী (চৌরঙ্গী) থেকে কালির হাট রাস্তার ৮৫০মি: চেইনেজে তীরনই নদীর উপর ১২০মি: আরসিসি ব্রীজ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঠাকুরগাঁও জেলার আমীর(সাবেক) বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা আব্দুল হাকিম,ঠাকুরগাঁও জেলার এডিসি মহোদয়,অতিরিক্ত্য পুলিশ সুপার মহোদয়,বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা,বালিয়াডাঙ্গী উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম সহ এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

তীরনই নদীর উপর ১২০মি. আরসিসি ব্রীজ নির্মাণ প্রকল্পের উদ্বোধন। 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কিশমত পলাশবাড়ী (চৌরঙ্গী) থেকে কালির হাট রাস্তার ৮৫০মি: চেইনেজে তীরনই নদীর উপর ১২০মি: আরসিসি ব্রীজ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে 
শূরার সদস্য ও ঠাকুরগাঁও জেলার আমীর(সাবেক) 
বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মাওলানা আব্দুল হাকিম,ঠাকুরগাঁও জেলার এডিসি মহোদয়,অতিরিক্ত্য পুলিশ সুপার মহোদয়,বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা,বালিয়াডাঙ্গী উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম সহ এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

ঠাকুরগাঁও-রাঙামাটিতে নতুন ডিসি

ঠাকুরগাঁও-রাঙামাটিতে নতুন ডিসি



 ২৮ নভেম্বর ২০২৪ ঢাকা: দুই জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল এনেছে সরকার। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানাকে রাঙামাটিতে বদলি করা হয়েছে।

আর অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁওয়ের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসর মন্ত্রণালয় বুধবার (২৭ নভেম্বর) এই রদবদল এনে প্রজ্ঞাপন জারি করেছে।

রাঙামাটির ডিসি মোহাম্মদ মোশাররফ হোসেন খানকে প্রত্যাহার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে জামায়াতের ১নং ধর্মগড় ও ৬ নং কাশিপুর ইউনিয়নের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁওয়ে জামায়াতের ১নং ধর্মগড় ও ৬ নং কাশিপুর ইউনিয়নের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং ধর্মগড় ও ৬নং কাশিপুর ইউনিয়নের কর্মী ও সুধী সমাবেশ কাউন্সিল হার্ট ঈদগাঁও দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়  । 

প্রধান অতিথি মাওলানা আব্দুল হাকিম সাবেক জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও ও জামায়াত মনোনীত প্রার্থী ঠাকুরগাঁ দুই আসন


১ নং ধর্মগড় ইউনিয়ন আমীর নাম মোঃ এনামুল হকের সভাপতিত্বে ও ৬ নং কাশিপুর ইউনিয়নের সভাপতি ডাক্তার মোঃ ফিরোজ হোসেনের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাওলানা মোঃ আব্দুল হাকিম ,বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ,রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য । প্রধান অতিথির বক্তব্যে তিনি বিগত আওয়ামী লীগের ১৬ বছরের দুঃশাসন দুঃশাসন ও নিপীড়নের কথা তুলে ধরেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া প্রত্যয় ব্যক্ত করেন এবং বেকার সমস্যার সমাধানের আশ্বাস দেন ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মতিউর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ শাহজালাল জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশংকৈল উপজেলা নায়েবে আমীর দুই বারের সাবেক সফল ভাইস চেয়ারম্যান মো মিজানুর রহমান মাস্টার, রানীশংকৈল উপজেলা সেক্রেটারি মাওলানা রজব আলী মাস্টার সহ থানা ও ইউনিয়ন পর্যায় নেতৃবৃন্দ। বক্তারা আওয়ামী লীগের সমালোচনা করেন এবং আগামী নির্বাচনে সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হাকিমকে নির্বাচিত করার জন্য কর্মী ও সুধীদেরকে আহ্বান জানান।