রুহুল আমিন
উপজেলা প্রতিনিধি
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি ‘সহকারী শিক্ষক’ পদে ০৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: হলি গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ , ভরনিয়া হাট রানিশংকৈল ঠাকুরগাঁও
পদের নাম ও সংখ্যা
১। সহকারী শিক্ষক-১ (আরবী) – ০২জন।
যোগ্যতা হাফেজ ও নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত
২। সহকারী শিক্ষক-১ (বাংলা) - ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত
৩। সহকারী শিক্ষক-১ (অর্থনীতি) – ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত
৪। সহকারী শিক্ষক-১ (পদার্থবিজ্ঞান)- ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত
৫। সহকারী শিক্ষক-১ (রসায়ন) – ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত।
শর্তাবলী:-
* সকল পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
*বয়স সীমা ১৮ থেকে ৪০বছর।
* সাক্ষাতের সময় সকল শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কবি প্রদর্শন করতে হবে।
* কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের জিপি এর গ্রহণযোগ্য নয়।
* আইটি /আর্ট/সংস্কৃতি/ শরীরচর্চা /সুন্দর হাতের লেখা অতিরক্ত দক্ষতা হিসেবে বিবেচিত হবে। এস এস সি ও এইচ এস সি তে (science) হবে থাকলে অগ্রাধিকার বেশি।
* ক্ষেত্রেও বিশেষে জামানত দিতে হবে। এক্ষেত্রে অধিক জামানত প্রদানকারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত সহ শিক্ষাযোগ্যতা , অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি সহ আবেদনপত্র অধ্যক্ষ" হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ" বরাবর ৩০/১১/২০২৪শের মধ্যে প্রেরণ করতে হবে।
আবেদন প্রেরণের ঠিকানা:
মোঃ আবু সাঈদ
অধ্যক্ষ
হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ
মোবাইল: ০১৩০৩৫৮৯৯৭৫
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:


মাশাআল্লাহ
উত্তরমুছুন