সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি ‘সহকারী শিক্ষক’ পদে ০৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: হলি গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ , ভরনিয়া হাট রানিশংকৈল ঠাকুরগাঁও
পদের নাম ও সংখ্যা
১। সহকারী শিক্ষক-১ (আরবী) – ০২জন।
যোগ্যতা হাফেজ ও নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত
২। সহকারী শিক্ষক-১ (বাংলা) - ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত
৩। সহকারী শিক্ষক-১ (অর্থনীতি) – ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত
৪। সহকারী শিক্ষক-১ (পদার্থবিজ্ঞান)- ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত
৫। সহকারী শিক্ষক-১ (রসায়ন) – ০১ জন।
যোগ্যতা: অনার্স/সম্মান/অনার্স অধ্যায়নরত।
শর্তাবলী:-
* সকল পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
*বয়স সীমা ১৮ থেকে ৪০বছর।
* সাক্ষাতের সময় সকল শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কবি প্রদর্শন করতে হবে।
* কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের জিপি এর গ্রহণযোগ্য নয়।
* আইটি /আর্ট/সংস্কৃতি/ শরীরচর্চা /সুন্দর হাতের লেখা অতিরক্ত দক্ষতা হিসেবে বিবেচিত হবে। এস এস সি ও এইচ এস সি তে (science) হবে থাকলে অগ্রাধিকার বেশি।
* ক্ষেত্রেও বিশেষে জামানত দিতে হবে। এক্ষেত্রে অধিক জামানত প্রদানকারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত সহ শিক্ষাযোগ্যতা , অভিজ্ঞতা সনদ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি সহ আবেদনপত্র অধ্যক্ষ" হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ" বরাবর ৩০/১১/২০২৪শের মধ্যে প্রেরণ করতে হবে।
আবেদন প্রেরণের ঠিকানা:
মোঃ আবু সাঈদ
অধ্যক্ষ
হলি গার্ডেন স্কুল এন্ড কলেজ
মোবাইল: ০১৩০৩৫৮৯৯৭৫
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:
মাশাআল্লাহ
উত্তরমুছুন