বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী ক্যাম্পাসের নতুন অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান

ফাইল ছবি: ড. হিফজুর রহমান 
নবনিযুক্ত অধ্যক্ষ তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা,
 টঙ্গী ক্যাম্পাস, টঙ্গী গাজীপুর।
দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী এর অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন, প্রখ্যাত আলেমে দ্বীন,  মাওলানা ড. হিফজুর রহমান (হাফি:)। উল্লেখ্য তিনি এর আগে চাদপুর হাজিগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ নিয়োজিত ছিলেন।
 দেশ সেরা এ প্রতিষ্ঠান গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থানার অন্তর্গত গাজীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ক্যাম্পাসটি অবস্থিত । এখানে একটি মসজিদ, দুটি আবাসিক ছাত্র হল, অডিটোরিয়াম ও পুকুর রয়েছে। এ ক্যাম্পাসের কার্যক্রম ১৯৯৭ ইং. সালে শুরু হয়। বর্তমানে হিফজুল কুরআন বিভাগ, দাখিল ও আলিম শ্রেণিতে বিজ্ঞান ও সাধারণ বিভাগ, ফাজিল শ্রেণিতে পাস কোর্স এবং আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স কোর্স এবং শ্রেণিতে হাদিস, তাফসির ও ফিকহ বিভাগ চালু রয়েছে। ছাত্র সংখ্যা প্রায় ১৩,৫০০ হাজারের অধিক। ২০১৮ সাল থেকে অধ্যক্ষের পদটি শূন্য ছিল। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান। 
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের আলিম পরীক্ষায় অতীতের ধারাবাহিকতায় এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষস্থান অধিকার করেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা।
 বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৯৬১৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১২৩৪ টি জিপিএ-৫ পেয়েছে তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত তিনটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা। মাদ্রাসার তিনটি ক্যাম্পাস হলো— তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা (বালক ও বালিকা) টঙ্গী ক্যাম্পাস, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা যাত্রাবাড়ী ক্যাম্পাস। তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা মাতুয়াইল ডেমরা।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস থেকে ১৩১৫ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৮৮৬ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৫২৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৬১ জন। সাধারণ বিভাগে ৭৯০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২৫ জন।

অধ্যক্ষ নিয়োগের জন্য বেশ কিছুদিন আগে মাদ্রাসা ছাত্ররা ক্লাস বর্জন করেছিল, এবং তামীরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান তাদেরকে আশ্বস্ত করে দ্রুত অধ্যক্ষ নিয়োগ দেয়া হবে । সব জল্পনা কল্পনার অবসান শেষে নতুন প্রিন্সিপাল নিয়োগ হাওয়াতে তারা খুশি নতুন অভিভাবক পেয়ে। ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে তামিল মাদ্রাসা টঙ্গী এলামনাই এসোসিয়েশন। তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে । তাদের হুবহু পোস্ট "তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী এর অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন, প্রখ্যাত আলেমে দ্বীন, চাদপুর হাজিগঞ্জ কামিল মাদরাসার বর্তমান অধ্যক্ষ হযরত মাওলানা ড. হিফজুর রহমান (হাফি:)।মুহতারাম উস্তাজকে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারাকবাদ।"  

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: