মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা করে পুলিশে দিল ছাত্রদল


শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা করে পুলিশে দিল ছাত্রদল
ঢাকা | নিজস্ব প্রতিবেদক :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী ও জবি শিক্ষার্থী মাহিমা আক্তারকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, মাহিমা আক্তার তার পরিচয় স্পষ্টভাবে প্রদান করার পরও ছাত্রদল নেতাকর্মীরা তাকে পুলিশে তুলে দেয়। এ সময় প্রকাশ্যে তাকে জোরপূর্বক হিজাব ও নিকাব খুলতে বাধ্য করার অপতৎপরতা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ছাত্রশিবিরের এক নেতা জানান, “এটি একটি পরিকল্পিত ও ন্যাক্কারজনক ঘটনা। পরিচয় দেওয়ার পরও একজন নারী শিক্ষার্থীকে হেনস্তা করা এবং তার ধর্মীয় পোশাক খুলতে বাধ্য করার চেষ্টা চরম মানবাধিকার লঙ্ঘন। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ছাত্ররাজনীতিকে ইতিবাচক ধারায় ফেরাতে ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু ছাত্রদল এখনো ফ্যাসিবাদী আচরণ থেকে বের হতে পারেনি।”
তিনি আরও জানান, আওয়ামী ফ্যাসিবাদ-পরবর্তী সময়েও এমন নিকৃষ্ট ঘটনার পুনরাবৃত্তি অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীরা অতীতের মতো এবারও এ ধরনের দমন-পীড়ন ও অপসংস্কৃতির বিরুদ্ধে ন্যায়সঙ্গত রায় দেবে—ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: