রুহুল আমিন
উপজেলা প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৪ উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় কলেজ পর্যায়ে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পদমপুর উমরাডাঙ্গী বিএম কলেজের প্রভাষক মোহাম্মদ ওমর ফারুক।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, নিষ্ঠা ও সৃজনশীল শিক্ষাদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত জেলা পর্যায়ের বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন ঠাকুরগাঁও জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা।
ব্যক্তিজীবনে প্রভাষক মোহাম্মদ ওমর ফারুক একজন বিনয়ী, সদাহাস্যোজ্জ্বল, সদালাপী ও মানবিক মানুষ। শিক্ষকতা পেশাকে তিনি কেবল একটি দায়িত্ব নয়, বরং আদর্শ মানুষ গড়ার মহান ব্রত হিসেবে গ্রহণ করেছেন। তার আন্তরিকতা, সহজবোধ্য পাঠদান ও শিক্ষার্থীবান্ধব আচরণে তিনি পদমপুর উমরাডাঙ্গী বিএম কলেজসহ রানীশংকৈল উপজেলার শিক্ষার্থীদের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন।
শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। শিক্ষাজগতে এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য ইতোমধ্যে তাঁর অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রভাষক মোহাম্মদ ওমর ফারুককে অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত করেছেন।
শিক্ষাক্ষেত্রে তাঁর এই সাফল্য আগামী দিনে নতুন প্রজন্ম গঠনে আরও অনুপ্রেরণা যোগাবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

0 coment rios: