সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার যৌথ উদ্যোগে অদ্য ১৬ নভেম্বর ঠাকুরগাঁও জেলা জামায়াত অফিসে সকাল ০৯:০০ টা থেকে রুকন প্রার্থী ও অগ্রসর কর্মীদের এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

 

ফাইল ছবি 

রুহুল আমিন
উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার যৌথ উদ্যোগে অদ্য ১৬ নভেম্বর ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে সকাল ৯টা থেকে রুকন প্রার্থী ও অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী এক গুরুত্বপূর্ণ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান-এর সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পঞ্চগড় জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসেন।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে মহাগ্রন্থ আল-কুরআন থেকে দারস পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, রংপুর–দিনাজপুর অঞ্চল টিমের সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।

দিনব্যাপী এই শিক্ষা শিবিরে আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলমগীর, পঞ্চগড় জেলা সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ, ঠাকুরগাঁও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সোলাইমান হোসাইন ও মাওলানা খলিলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনিসুর রহমান বলেন,

“সংগঠনের কর্মীদের আত্মগঠন ও মানোন্নয়নের জন্য নিয়মিত ও গভীর অধ্যয়ন অপরিহার্য। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে কর্মীদের আদর্শিক মান আরও সুদৃঢ় করতে হবে।”

তিনি আরও বলেন,

“কর্মীদের কথা ও কাজে অবশ্যই মিল থাকতে হবে। ওয়াদা ও আমানতদারিতার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতা বজায় রাখতে হবে। ছাত্র-জনতার অর্জিত বিপ্লব যেন কোনো অপশক্তি নস্যাৎ করতে না পারে, সে জন্য জামায়াতের সকল জনশক্তিকে সদা সজাগ ও সতর্ক থাকতে হবে।”

নেতৃবৃন্দ বলেন, এ ধরনের আদর্শিক শিক্ষা শিবির সংগঠনের কর্মীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে সংগঠনকে আরও শক্তিশালী করবে






শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: