জস্ব প্রতিবেদক / রুহুল আমিন (উপজেলা প্রতিনিধি)
ঢাকা: ‘অসহায়ত্বের পাশে আছি, পাশে আছি নির্ভয়ে’—এই মানবিক স্লোগানকে ধারণ করে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘সিলমুন ফাউন্ডেশন’-এর ২০২৫-২৬ সেশনের নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। ১৭ সদস্যবিশিষ্ট এই শক্তিশালী কমিটিতে বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক ও বরেণ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২০ সালে যাত্রা শুরু করা সিলমুন ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির বিন্যাস:
নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক মাওলানা আ.ফ.ম. আকমাল হোসেন বিন নাজির হোসেন। কমিটির অন্য দুই প্রধান উপদেষ্টা হলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল বারী ও মোঃ এনামুল হক।
উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ:
পরিষদে সদস্য হিসেবে রয়েছেন ১নং ধর্মঘট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান আলী। এছাড়াও চিকিৎসা পেশা থেকে যুক্ত হয়েছেন ডাঃ মোঃ আব্দুল করিম, ডাঃ মোঃ আরমান আলী, ডাঃ মোঃ আরিফ হোসেন এবং ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান।
শিক্ষাক্ষেত্র থেকে রয়েছেন প্রভাষক সিরাজুল ইসলাম বুলু ও প্রভাষক ওমর ফারুক। কমিটির অন্যান্য বিশিষ্ট সদস্যরা হলেন— মোঃ বদরুজ্জোহা মাসুদ, মোঃ আনোয়ার হোসেন সুমন, মোঃ আব্দুল্লাহ, মোহাম্মদ জামাল উদ্দিন, মোঃ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ আবদুর রহিম এবং পল্লী চিকিৎসক মোহাম্মদ জয়নুল আবেদীন।
প্রত্যাশা:
সংগঠনের নীতিনির্ধারকরা জানান, অভিজ্ঞ, সৎ ও সমাজসচেতন এই উপদেষ্টা পরিষদের সঠিক দিকনির্দেশনায় সিলমুন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম আগামীতে আরও বিস্তৃত হবে। বিশেষ করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে স্থানীয় সুধীসমাজ আশাবাদ ব্যক্ত করেছেন


মাশাআল্লাহ
উত্তরমুছুন